ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে প্রাণীসম্পদের ভেড়া, গৃহনির্মাণ ও খাদ্য সামগ্রী বিতরণ

সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র্র নৃ-গোষ্ঠীদের আর্থসামাজিক ও জীবনমানোন্নয়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহন করেছে প্রাণীসম্পদ অধিদপ্তর। এর অংশ হিসেবে বগুড়ার শেরপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিটিএলপি) প্রকল্পের আওতায় ২৯২টি ক্ষুদ্র্র নৃ-গোষ্ঠীদের মাঝে ভেড়া, সিমেন্টের খুটি, রাবার ম্যাট, ঢেউটিন ও দানাদার খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মুক্তমঞ্চে এই বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সুফলভোগীদের মাঝে দুইটি ভেড়া, চারটি সিমেন্টের খুটি, পাঁচটি রাবার ম্যাট, দুইটি ঢেউটিন ও ২৭ কেজি দানাদার খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা’র সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: রায়হানের সমন্বয়ে দিনব্যাপী এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: হাবিবর রহমান।
এছাড়াও বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: সাজেদুল ইসলাম, শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী ও শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা। ডা. তাওহীদুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার ফারজানা আকতার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, ভেটেরিনারি সার্জন ডা. রেহেনা পারভীন, উপজেলা ডেইরী ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা কৃষকলীগ সভাপতি এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
সুফলভোগীদের আগামী একবছরের জন্য ভেড়ার খাদ্য, ঔষধ ও চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হবে বলে জানান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: রায়হান পিএএ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন