শাজাহানপুরে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বগুড়া'র শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে খরনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদ।
খরনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মাকছুদুর রহমান বাবু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ডাবলু।
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর।বিশেষ অতিথি ছিলেন খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিউল ইসলাম মামুন।
বগুড়া জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ সাজেদুর রহমান সিজু, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান সিদ্দিকী, সহ সম্পাদক আব্দুল আলীম।
সম্মেলনে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আরিফ আজাদ পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব হোসেন বিপুল, অর্থ বিষয়ক সম্পাদক বাকি বিল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রঞ্জু, সিনিয়র সহ-সভাপতি শামীম রানা সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাজল, উপজেলা যুবলীগের সদস্যবৃন্দ রুহুল আমিন, আপেল মাহমুদ,শাহ আলম, গোলাম হোসেন, যুবলীগ নেতা রেজাউল করিম মহব্বত, স্বপন কুমার মুক্তি, আরিফুর রহমান আকন্দ, তালেবুল ইসলাম তালেব, হুমায়ন হাফিজ, রিহান, মামুনুর রশিদ, সোহাগ, সোহেল রানা, আইয়ুব আলী, আঃ মমিন, সাদিক, কাওছার, রিপন, সোহান প্রমুখ।
সম্মেলনে ৭নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোঃ রিহান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন, ৮নং ওয়ার্ডের সভাপতি মোঃ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ ওমর সিদ্দিক হাসান ( সোহাগ), এবং ৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সহ ৪১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন