প্রকাশিত : ১৪ জুন, ২০২৩ ২২:৪৭

বিএনপি’র দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় ১২জন নেতাকর্মীকে আজীবন বহিস্কার

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বিএনপি’র দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় 
১২জন নেতাকর্মীকে আজীবন বহিস্কার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর  কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যেসব নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদেরকে জাতীয়তাবাদী দল(বিএনপি) থেকে আজীবন বহিস্কার করা হয়েছে। গত ১৩জুন কেন্দ্রীয় বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক চিঠিতে তালোড়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপির ১২জন নেতাকর্মীকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিস্কারের আদেশ প্রদান করেন।
গত ৯জুন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে তালোড়া পৌরসভা নির্বাচনে ১২জন নেতাকর্মীকে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়। নেতাকর্মীরা টিঠির জবাব না প্রদান করায় তাদেরকে বহিস্কার করা হয়। 
বহিস্কৃত নেতাকর্মীরা হলেন মেয়র প্রার্থী তালোড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল জলিল খন্দকার, সাবেক সভাপতি ও ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য আবু হোসেন সরকার আবুল, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী পৌর বিএনপির সহমহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া রাজভর, সাধারণ কাউন্সিল প্রার্থী পৌর বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু হাসান আজাদ, ইসরাফিল হোসেন খান, সহস্বেচ্ছাসেবক সম্পাদক হাসিম প্রামানিক, সহকোষাধ্যক্ষ তানভীর আহম্মেদ ফেরদৌস, সদস্য মারুফ হাসান, ৯নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি হারুন-অর-রশিদ তরফদার, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সাখিদার মুকুল, পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুল জলিল প্রাং।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে