প্রকাশিত : ১৪ জুন, ২০২৩ ২২:৫১

গাবতলীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে তিন দিনব্যাপী 
কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

আধুনিক প্রযুক্তি সস্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার গাবতলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা/২৩এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। এ লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাহারিয়ার আহম্মেদ ও নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পূজা দেবীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা নার্সারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরমান আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁইয়া আসাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম চান্দু, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, মামুনুর রশিদ মামুন, শাহারিয়ার হাসান, আব্দুল হান্নান প্রমুখ।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে