প্রকাশিত : ১৪ জুন, ২০২৩ ২৩:১০
বাংলার মুখ’র নেতা রাব্বানীর হামলাকারীদের বিচার দাবী
ষ্টাফ রিপোর্টার

বাংলার মুখ বগুড়া পৌর শাখার সভাপতি সংগীত প্রশিক্ষক গোলাম রাব্বানী উপর সন্ত্রাসী হামলা নিন্দা জানিয়ে ও হামলার বিচার চেয়ে বিবৃতি দিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলার মুখ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান মুন ও বগুড়া জেলা শাখার আহ্বায়ক হাকীম এম মজিদ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, গোলাম রাব্বানীর নিজ এলাকায় জায়গা জমি সংক্রান্ত এক বিচারিক সালিশে তার পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলা হয়। এতে রব্বানীসহ তার নব্বই উর্ধ বয়সী পিতা ও তার দুই ভাই গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। নীরিহ গোলাম রব্বানী ও তার পরিবারের সদস্যদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার দাবী জানান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন