প্রকাশিত : ১৯ জুন, ২০২৩ ০১:৫৭

ধুনটে আদিবাসীদের মাঝে বিনামূল্যে ঘরসহ হাঁস বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনটে আদিবাসীদের মাঝে বিনামূল্যে
ঘরসহ হাঁস বিতরণ

বগুড়ার ধুনটে আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে আদিবাসী ১৫০ পরিবারের মাঝে বিনামূল্যে ঘরসহ ২০টি করে হাঁস বিতরণ করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসাবে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। 

সহকারি কমিশনার (ভূমি) নুরুল আমীনের সভাপতিত্বে ও ধুনট উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাবিল ফারাবি, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, আ’লীগ নেতা গোলাম সোবহান প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে