বগুড়ায় তারুণ্যের সমাবেশ চলাকালে হৃদক্রিয়া বন্ধ হয়ে যুবদল নেতার মৃত্যু
বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে হৃদক্রিয়া বন্ধ হয়ে আজিজুল হক (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার কয়রা ইউনিয়ন যুবদলের সভাপতি ও জমশেদ আলীর ছেলে।
সোমবার দুপুর সাড়ে ৩ টার দিকে বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে তারুণ্যের সমাবেশ চলাকালে আজিজুল হক অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
'তরুণ ভোটারদের অধিকার প্রতিষ্ঠা' ও অন্যান্য দাবিতে বগুড়াতে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মানে সমাবেশের মঞ্চে দুটি চেয়ার খালি রাখা হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান জানান, সমাবেশ শুরুর পরেই আজিজুল হক অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে শজিমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রচণ্ড গরমে হৃদক্রিয়া বন্ধ হয়ে আজিজুলের মৃত্যু হয়েছে।
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রহমান জানান, যুবদলের এক নেতাকে সমাবেশ স্থল থেকে নিয়ে আসা হয়। তাৎক্ষণিক চিকিৎসক পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন। হৃদক্রিয়া বন্ধ হয়ে ওই নেতার মৃত্যু হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
