প্রকাশিত : ২৪ জুন, ২০২৩ ০০:৩১

মান্দায় মারধরে আহত ব্যক্তির হাসপাতালে মৃত্যু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
মান্দায় মারধরে আহত ব্যক্তির হাসপাতালে মৃত্যু

নওগাঁর মান্দায় প্রতিপক্ষের মারধরে আহত আনোয়ার হোসেন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি মৈনম ইউনিয়নের রামপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, মারধরের সংবাদ পেয়ে দুবার ঘটনাস্থল তদন্ত করা হয়েছে। কিন্তু 
ভিকটিমের চিকিৎসার কাজে পরিবারের সবাই ব্যস্ত ছিলেন। এ কারণে ওই ঘটনায় কোনো মামলা হয়নি।
এসআই আমিনুল ইসলাম আরও বলেন, নিহতের ময়নাতদন্তের পর তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় প্রতিপক্ষদের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে। 
নিহতের মা আনোয়ারা বেগম বলেন, জমিজমাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দেবর আব্দুল মান্নানের সঙ্গে ছেলে আনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জের ধরে বুধবার দুপুরে দেবর আব্দুল মান্নানের নেতৃত্বে মোয়াজ্জেম হোসেন, আমিনুল ইসলামসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে ছেলে আনোয়ার হোসেনকে কুপিয়ে জখম করে। এসময় তাঁর দুই পায়ের রগ কেটে দেন হামলাকারীরা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ছেলেকে উদ্ধার করে রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে