প্রকাশিত : ১০ জুলাই, ২০২৩ ২১:৫১

গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবীতে পথসভা ও লিফলেট বিতরণ

ষ্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড বাস্তবায়নের
দাবীতে পথসভা ও লিফলেট বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবীতে জনসচেতনতা মূলক পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। 

গতকাল সোমবার (১০ জুলাই) সকাল ১১টায় আমরা গোবিন্দগঞ্জে উন্নয়ন চাই এর আয়োজনে গোবিন্দগঞ্জ চারমাথায় ঘন্টা ব্যাপী পথসভা ও মহাসড়কের দুইধারে পথচারীদের মাঝে, পরিবহনের যাত্রীদের মাঝে, বাজারের বিভিন্ন গলিপথে ঢুকে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
পথসভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু মোহন রায় জিবু বাবু, গোবিন্দগঞ্জ রিপোর্টারস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাসদ উপজেলা সভাপতি কমরেড রফিকুল ইসলাম ও গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি ও এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মাহমুদ খান।
এসময় বক্তারা বলেন, গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড বাস্তবায়ন হলে - প্রায় ২ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ইপিজেড কেন্দ্রিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মসজিদ, মন্দিরের মত প্রতিষ্ঠান গড়ে উঠবে। এলাকার নিরাপত্তার জন্য শিল্প পুলিশ জোন ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হবে। বানিজ্যিক ক্ষেত্রে হাট-বাজার, পার্ক, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, ক্লিনিক, রেস্টুরেন্ট ও শপিংমল স্থাপন হবে। আবাসিক ক্ষেত্রে ইপিজেডের কর্মরত মানুষের জন্য বহুতল ভবন, মেস, বাসাবাড়ি, রেস্টহাউজ ও আবাসিক হোটেল নির্মাণ হবে। যোগাযোগ ক্ষেত্রে নতুন রুটে বিভিন্ন যানবাহন চলাচল ও হেলিপ্যাড চালু হবে। গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও রংপুর জেলায় বেকাত্বের হার কমে যাবে। দেশে আরও দক্ষ জনবল সৃষ্টি হবে। এই দক্ষ জনবল ভবিষ্যতে দেশ-বিদেশে কাজ করবে। রংপুর ইপিজেডে বিদেশী বিনিয়োগ হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। ইপিজেডের পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মূদ্রা উপার্জিত হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। ইপিজেড এরিয়ার আশেপাশে জমির মূল্য বহুগুণে বেড়ে যাবে। জাতীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সিকিউরিটি এজেন্সি, আন্তজার্তিক মেশিনারীজ কোম্পানির মত অফিস চালু হবে। ইপিজেড নির্মাণের সময় অনেক লোকবল ও কাঁচামালের প্রয়োজন পড়বে। যার অধিকাংশ স্থানীয়ভাবে সরবরাহ করা সম্ভব। ইপিজেড বাস্তবায়ন হলে ঢাকা-দিনাজপুর মহাসড়ক চার লেনে উন্নীত হবে। ইপিজেড এলাকায় বাস স্ট্যান্ড ও ফুট ওভারব্রীজ নির্মাণ করা হবে। ইপিজেড এলাকার নিজস্ব বিদ্যুৎ ও গ্যাস স্টেশন থাকবে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের অন্যান্য মেগা প্রকল্পের মত গোবিন্দগঞ্জে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি হবে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি জিল্লুর রহমান, সাধারণ স¤পাদক সাজেদুর রহমান সাজু, গোবিন্দগঞ্জ রিপোর্টারস ফোরামের সদস্য রতন ঘোষ, বিশিষ্ট সমাজ সেবক সবুজ ফকির, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক রাজু সরকার, জুবাইদুর রহমান সাগর, ফরহাদ হোসেন ফিটুল, রুপম আহমেদ, পাপ্পু আকন্দ, আবু তারেক, নাফিউল ইসলাম, আহাদ মাহমুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে