প্রকাশিত : ১১ জুলাই, ২০২৩ ২৩:৫৬

শাজাহানপুরে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
শাজাহানপুরে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

বগুড়ার শাজাহানপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকগণের আইসিটি বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। 
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান,আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সহকারি অধ্যাপক (অব:) আওরংগজেব,প্রধান শিক্ষক আব্দুল্লাহ্ আল মোনাইম,শেখ রাসেল ডিজিটাল ল্যাব জেলা সমন্বয়ক এনামুল হক,প্রশিক্ষক সামিউল হক শাকিল প্রমুখ।
শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণকে “আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স” এর জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ১০ দিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।প্রশিক্ষণে উপজেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে