প্রকাশিত : ১২ জুলাই, ২০২৩ ০০:০১
গোবিন্দগঞ্জে বসতবাড়ীতে হামলা, ভাংচুর ও জায়গা দখলের অভিযোগ
ষ্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বসতবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে। গোবিন্দগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দরবস্ত ইউনিয়নের মিরুপাড়া গ্রামের মৃত নুরুল হকের স্ত্রী সাহানুর বেগম (৫০) এর ভোগদখলকৃত বসতবাড়ীতে একই ইউনিয়নের মিরুপাড়া গ্রামের সবুজ মিয়া, হাফিজার, রেজাউল, আব্দুল মতিন গংরা গত ০৮/০৭/২০২৩ইং তারিখে জোরপূর্বক বে-আইনীভাবে সন্ত্রাসী কায়দায় সাহানুর বেগমের বসতবাড়ীতে প্রবেশ করে হামলা, ভাংচুর ও লুটপাট করে মালামালের ক্ষতিসাধন করে। যার অর্থিক মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা। এসময় সাহানুরের পরিবারের লোকজন বাঁধা দিলে এতে সবুজ মিয়া গংরা ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
