প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৩ ১১:০৬

গাবতলীতে স্বামীর উপর অভিমান করে এক গৃহবধূর আত্মহত্যা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে স্বামীর উপর অভিমান 
করে এক গৃহবধূর আত্মহত্যা

বগুড়ার গাবতলীতে শাপলা বেগম (২০)নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গত ১৫জুলাই বেলা সাড়ে বারোটায় উপজেলার মহিষাবান ইউনিয়ন এর ধর্মগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

 একাধিকসূত্রে জানা গেছে, উপজেলার মহিষাবান ইউনিয়নের পেরীরহাট গ্রামের খলিল আকন্দের মেয়ে শাপলা খাতুন (২০) এর সাথে একই ইউনিয়নের ধর্মগাছা গ্রামের সিরাজ প্রামাণিকের ছেলে রবিউল ইসলামের পারিবারিক প্রস্তাবে ধর্মীয় শরিয়ত মোতাবেক ২বছর আগে বিবাহ হয়। রবিউল দিনমজুরের কাজ করে সংসার চালান। কিন্তু গত শনিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কোন এক বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়। এরপর স্বামী কাজে চলে গেলে স্বামীর উপর অভিমান করে নিজ শয়ন ঘরের বাঁশের তীরের সাথে শাড়ী পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে গৃহবধূ শাপলা। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা টের পেয়ে গাবতলী মডেল থানা পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহত শাপলার বাবা খলিল আকন্দ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই সুজল চন্দ্র দেবনাথ  বলেন, নিহত শাপলা বেগম নাকি ঢাকায় তার ভাইয়ের বাসায় যেতে চেয়ে ছিল। কিন্তু তার স্বামী রবিউল যেতে দিতে চায়নি। একারণেই নাকি শাপলা বেগম অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে