গোবিন্দগঞ্জে দাদন ব্যবসা বন্ধের দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুদখোর ও দাদন ব্যবসায়ীদের অত্যাচার ও নির্যাতন বন্ধে অবিলম্বে আইনের আওতায় আনার দাবীতে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। গতকাল রবিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা চত্ত্বর সড়কের চৌকি আদালতের সামনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
গোবিন্দগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে অনিবন্ধিত সমিতি ও দাদন ব্যবসায়ীদের চক্রবৃদ্ধি সুদে সর্বশান্ত হচ্ছে এলাকার শত শত মানুষ, বিভিন্ন এলাকায় সুদ ব্যবসায়ীদের অত্যাচারে বাড়ী ঘর ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছে অনেকে। অনেকে সুদের টাকা পরিশোধ করার পরেও চেক ও স্ট্যাম্পের মিথ্যা মামলায় জেল হাজতে বাস করছেন। সম্প্রতি বহুল আলোচিত গুমানীগঞ্জ ইউনিয়নের পারগয়ড়া অনন্তপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কুখ্যাত দাদন ব্যবসায়ী লাভলু এলাকায় চক্রবৃদ্ধি সুদের ব্যবসায় অনেকেই সর্বশান্ত হয়েছেন। সুদের পাওনা টাকা পরিশোধ করার পরেও চেক ডিজঅনার করে মদনতাইর গ্রামের আকতারুল নামে এক ব্যবসায়ীকে ১৫ লক্ষ টাকার মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। একইভাবে ঘুগা গ্রামের ফারুককে ১ লক্ষ টাকা নিয়ে সুদ সহ টাকা নিয়ে সুদসহ টাকা পরিশোধ করার পরেও ৬০ লক্ষ টাকার মামলা দিয়ে হয়রানি করায় বাড়ী ছাড়া হয়েছে। এমনকি তার নিজস্ব বাহিনী দিয়ে কয়েকবার হামলা করেছে, এতে দিশাহারা হয়ে বিষ খেয়ে আত্নহত্যার চেষ্টা করেছে ভুক্তভোগী ফারুক। এছাড়াও এলাকার ব্যবসায়ী হোদা মিয়া, সবুজ মিয়া সহ অনেকেই সর্বশান্ত হয়েছেন। অপর দিকে নাকাইহাটের জাহিদুল, জামালপুরের জব্বার, বাগদার আওরঙ্গজেব সহ বিভিন্ন হাট বাজারে চলছে এই দাদন ব্যবসায়ীদের রমরমা কারবারে সর্বশান্ত হচ্ছে অনেকে এবং তাদের সুদের টাকা তুলতে সন্ত্রাসী বাহিনী দিয়ে অত্যাচার করে টাকা আদায় করছে।
উক্ত মানববন্ধনের সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ নাগরিক সমাজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জিবু বাবু এবং সাধারণ সম্পাদক মাহমুদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেএসডি উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, বাসদ উপজেলা সভাপতি ও গোবিন্দগঞ্জ রিপোর্টারস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি নুর আলম আকন্দ, সদস্য কালা মানিক দেব, মহিলা নেত্রী হ্যাপী আক্তার, ওয়ার্কাস পার্টি উপজেলার সাবেক সাধারণ সম্পাদক কমরেড রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, ভুক্তভোগী ফারুক হোসেনের পিতা সরফরাজ প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারক লিপি প্রদান করে। উক্ত মানববন্ধনে উপজেলার শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন