প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৩ ২২:১২

নামুজায় প্রবাসীর স্ত্রীকে বেধড়ক মারপিট; ঘুমের বড়ি খেয়ে মৃত্যু!

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
নামুজায় প্রবাসীর স্ত্রীকে বেধড়ক মারপিট; ঘুমের বড়ি খেয়ে মৃত্যু!

বগুড়া সদরের নামুজায় প্রবাসীর স্ত্রীকে বেধড়ক মারপিট। অতঃপর ঘুমের বড়ি খেয়ে মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। 

জানা যায়, নামুজা ইউনিয়নের সরদার পাড়া গ্রামের  প্রবাসী মমিনের স্ত্রী সালমা (২০), নামুজা ইউনিয়নের বড় টেংরা গ্রামে পিতা আনিছার রহমানের বাড়িতে বেড়াতে যায়। বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে, সালমার কাছে থাকা পূর্বে বিয়ে বিচ্ছেদের দেড় লাখ টাকা তার ভাই নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে।সালমা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ভাই কর্তৃক বোনকে বেধড়ক মারপিট করে। গত মঙ্গলবার বিকেলে সালমা নির্যাতন সর্যকরতে না পেরে ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীস অবস্থায় সালমার মৃত্যু হয়।
 এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি অস্বাভাবিক মামলা হয়েছে বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে