প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৩ ২২:৪৮

গাবতলীতে বাড়ীঘর নির্মাণে বাধা

থানায় অভিযোগ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে বাড়ীঘর
 নির্মাণে বাধা

বগুড়ার গাবতলীতে বসতবাড়ী নির্মাণে বাধা ও জোরপূর্বক বসতঘরের মাটি অন্যত্র স্থানান্তর করার অভিযোগ এনে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৯জুলাই বুধবার সকাল ৯টায় উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া উত্তরপাড়া গ্রামে।  
অভিযোগসূত্রে জানা গেছে, উল্লেখিত সোনাকানিয়া উত্তরপাড়া গ্রামের ওসমান গনি গতকাল বুধবার সকালে বসতঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় প্রতিপক্ষরা নির্মাণ কাজে বাধা দিয়ে বসতঘরের মাটি জোরপূর্বক কেটে অন্যত্র স্থানান্তর করে। এ সময় বাধা দিলে ওসমান গনিকে গালাগালির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে মারাত্মকভাবে জখম করে। এ ঘটনায় ওসমান গনির স্ত্রী ফাহিমা বেগম (২৭) বাদী হয়ে একই গ্রামের সালাম মন্ডল ও শাহিনুর বেগমকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের। এ ব্যাপারে থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এ এস আই  ছামিউল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেয়া হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে