প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৩ ০৯:৩৯

দুপচাঁচিয়ায় গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে
নিজস্ব প্রতিবেদক
দুপচাঁচিয়ায় গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিত্ব  ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃদাঃ) মকছেদ আলী প্রামানিকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান মৎস্য চাষী সাখাওয়াত হোসেন মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, হ্যাচারী মালিক আবু বক্কর ছিদ্দিক, মৎস্য চাষী কামরুজ্জামান প্রমুখ। সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে