প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৩ ০৩:০৬

দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনামূলক লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক
দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনামূলক লিফলেট বিতরণ

দুপচাঁচিয়া পৌর এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। গত ২৬জুলাই বুধবার পৌর মেয়র জাহাঙ্গীর আলম এ লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুস সালাম আলম, আশরাফুজ্জামান সাগর, রেজানুর তালুকদার রাজিব, , নিপা বেগম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর মিজানুর রহমান লিটনসহ পৌরসভার অন্যান কর্মকর্তা কর্মচারী। সচেতনামূলক লিফলেট বিতরণের সময় পৌর মেয়র বলেন, দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ রোগে দেশে গত কয়েকদিনে বেশকিছু মানুষ মৃত্যু বরণ করেছেন। পৌর এলাকায় ডেঙ্গু বা চিকনগুনিয়া যাতে না ছড়ায় এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পৌর এলাকায় ইতিমধ্যেই মশা নিধনে ঔষধ স্প্রে অব্যাহত রয়েছে, জনসচেতনতামূলক মাইকিং করা হয়েছে। পৌরসভার পাশাপাশি পৌর এলাকার জনগনকেও এ বিষয়ে সচেতন হতে হবে। তিনি নিজ বাড়ির আশে পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে ডেঙ্গু প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে