প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৩ ০৩:০৯

বগুড়ায় করোনায় অন্তঃসত্ত্বা নারী ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনায় অন্তঃসত্ত্বা 
নারী ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত এক অন্তঃসত্ত্বা নারী ও ডেঙ্গুতে আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ৬ টার পর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

করোনায় মৃত রোগী হলেন শাজাহানপুর উপজেলার জাবির হাসানের স্ত্রী রোকসানা আক্তার (২৭)। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যান বগুড়া শহরের জলেশ্বরীতলার জিল্লুর হোসেনের ছেলে মাসুদ রানা। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. যাকারিয়া রানা।

তিনি জানান, গত ২৭ জুলাই রোকসানা করোনায় আক্রান্ত হয়ে শজিমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। ভর্তির সময় তিনি প্রায় ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান। আর মাসুদ রানা বুধবার দুপুর আড়াইটার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটে ভর্তি হয়েছিলেন। এর আগে চার থেকে পাঁচ দিন শহরের বেসরকারি ক্লিনিকে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শারিরীক অবস্থা খারাপ হলে হাসপাতালে আনার কয়েক ঘণ্টা পর তিনি মারা যান।

ডা. যাকারিয়া রানা বলেন,  রোকসানা এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শজিমেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন। পরে তিনি করোনা পজিটিভ হন। তার অক্সিজেনের স্যারকুলেশন অনেক নেমে গিয়েছিল। ডেঙ্গু রোগী মাসুদ রানাও একেবারে ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে আনা
হয়েছিল।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে