প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৩ ১১:৪৮

নামুজা থেকে জলপথে মালয়েশিয়া যেতে সাজু নামে এক যুবক নিখোঁজ!

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
নামুজা থেকে জলপথে মালয়েশিয়া
যেতে সাজু নামে এক যুবক নিখোঁজ!

বগুড়া সদরের নামুজা ভান্ডারীপাড়া থেকে জলপথে মালয়েশিয়া যেতে সাজু নামে এক যুবক নিখোঁজ! জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রীয়া।

অনুসন্ধানে জানা যায়, নামুজা ইউনিয়নের ভান্ডারীপাড়া গ্রামের নজরুল ইসলামে পুত্র আব্দুস সালাম ওরফে সাজু বিগত এক মাস পূর্বে জলপথে মালয়েশিয়া যেতে একই ইউনিয়নের মসজিদ পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসীরত মোঃ মিস্টারের সঙ্গে চুক্তি করে। সেই চুক্তি মতে বাড়ি থেকে বেড় হওয়ার সময় সাজু নগদ ৩০ হাজার টাকা ও দুই লক্ষ টাকার ডলার সঙ্গে নিয়ে রওনা দেয়।
২০ জুলাই, সাজুর পিতা নজরুল ইসলাম জানান, প্রায় ১৫ দিন যাবৎ তার পুত্র সাজুর সঙ্গে কোন যোগাযোগ হয়নি।
এ ব্যাপারে মালয়েশিয়া প্রবাসীরত মিস্টারের সঙ্গে মোবাইলফোনে জানতে চাইলে তিনি, এ প্রতিবেদককে জানান, সাজু আমার আত্মীয় হয় সে থাইল্যান্ডের হাজুতে আছে। ২৫ জুলাই ছাড়া পাবে আমি বাড়িতে পাঠিয়ে দিব।  
 কিন্তু ২৭ জুলাই পর্যন্ত সাজু বাড়িতে না আসায় জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রীয়া।
সাজু নিখোঁজ বিষয়ে নামুজা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের নিকট জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমাকে জানানো হয়নি।
 এ ব্যাপারে গত ২৭ জুলাই  বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ নিকট জানতে চাইলে তিনি জানান, উক্ত ঘটনায় থানায় কোন অভিযোগ করা হযনি।
সবমিলিয়ে আব্দুস সালাম ওরফে সাজু নিখোঁজ হওয়ার ঘটনায় জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রীয়া।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে