বগুড়া নাটোর মহাসড়কে বাড়ছে মামলা কমছে দুর্ঘটনা

বগুড়া নাটোর মহাসড়কে বেড়েছে মামলা, কমছে দুর্ঘটনা। কঠোর অবস্থানে রয়েছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। প্রাপ্ত তথ্য জানা গেছে, বগুড়া-নাটোর মহাসড়কে বিগত দিনে সড়ক দুর্ঘটনায় বেশ কিছু তাজা প্রাণ ঝরে গেছে, এবং প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা লেগেই থাকতো। কিন্তু বর্তমানে কুন্দারহাট হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন সচেতনতা মূলক কর্মকান্ড করে যাচ্ছেন। সচেতনতামূলক লিফলেট বিতরণ, পথসভা, মতবিনিময়, ও অবৈধ ট্রাক পার্কিং সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যহত রয়েছে যার কারণে কমছে সড়ক দুর্ঘটনা। তাছাড়াও ডেঙ্গু প্রতিরোধ করতে থানা সহ থানার আশপাশকে পরিষ্কার-পরিচ্ছন্নতা করে বাড়িয়েছে থানার সুন্দর্য। এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি আব্বাস আলী এই প্রতিনিধিকে জানান, বর্তমানে ব্যাপক তৎপরতার কারণে সড়ক দুর্ঘটনা কমেছে, নিয়মিত চেকপোষ্ট বসিয়ে যানবাহনে মামলা দেওয়া এবং রাত দিনে পুলিশ টহল জোরদার করার কারণে এই বগুড়াা নাটোর মহাসড়ক রাস্তাটি এখন নিরাপদ রাস্তা হিসেবে গড়ে উঠেছে। তিনি আরো জানান, এ পর্যন্ত বিভিন্ন যানবাহনকে ৬০০টি মামলা প্রদান করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন