নন্দীগ্রামে চাল ব্যবসায়ীর চাতাল থেকে ৩ লক্ষ টাকা চুরি

বগুড়ার নন্দীগ্রামে চাল ব্যবসায়ীর চাতাল থেকে ৩লক্ষ টাকা চুরি হয়েছে। প্রাপ্ত তথ্য জানা গেছে নন্দীগ্রাম উপজেলার খেংশহর গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র সেলিম সরদার কুন্দারহাট আলহাজ্ব চাউল কল তার অফিস ঘরে প্রতিদিনের ন্যায় কাজকর্ম শেষ করে, বেশি রাত হওয়ার কারণে ছেলিম ৩লক্ষ টাকা ব্যাংকে জমা দিতে না পাড়ায় অফিসের টেবিলের ড্রয়ারে টাকা রেখে ড্রয়ার সহ বাহিরে তালা বদ্ধ করে বাড়িতে চলে যান। পরেরদিন সকালে তার ম্যানেজার আশরাফ আলী চাতালে এসে জানালা দিয়ে দেখে অফিসের ভিতরে টেবিল এলোমেলো অবস্থায় পরে আছে। এই সংবাদটি ম্যানেজার আশরাফ আলী টেলিফোনে চাতালের মালিক ছেলিম সরদারকে জানান, খবর পেয়ে ছেলিম দ্রুত চাতালে এসে অফিস রুমের তালা খুলে দেখে তার ড্রয়ারে রাখা ৩লক্ষ টাকা ও পাশের রুমে রাখা কাপড় চোপড় নেই।পরে সেলিম বৃহস্পতিবার (২৭জুলাই) নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ করেন। চাতালের মালিক সেলিম এই প্রতিনিধিকে জানান,আমি প্রতিদিনের ন্যায় চাতালের কাজকর্ম শেষ করে ব্যাংক বন্ধ হবার কারনে সেইরাতে ৩লক্ষ টাকা অফিসের ড্রয়ারে রেখে অফিসের তালা বন্ধ করে বাড়িতে চলে যাই, আমার অফিসের ২টা চাবি একটা আমার কাছে অপরটা আমার ম্যানেজার আশারাফের কাছে থাকে। তিনি আরো জানান, কোনো জানালা দরজা ভাঙ্গা নেই, তালা যেমন লাগিয়ে গেছিলাম ঠিক তেমনি আছে, ড্রয়ারে ব্যাংকের চেক, জমির দলিল সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজ পত্র ছিলো, কাগজপত্র সব কিছুই ঠিকঠাক আছে শুধু টাকাটাই নেই, কিন্তু কি ভাবে টাকা গুলো চুরি হলো তালা লাগানো অবস্থায় সেটা আমি বুঝতে পারছিনা। জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, এবিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন