প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৩ ২৩:২৭

শাজাহানপুরে গার্ল গাইডারাদের মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
শাজাহানপুরে গার্ল গাইডারাদের  মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

বগুড়ার শাজাহানপুরে গার্ল গাইডস্ এসোসিয়েশনের আয়োজনে গার্ল গাইডারাদের ৫ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে এবং আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনাইমের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন,সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  অঞ্জনা রানী ঘোষ,মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা দিলরবা লাকী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাইড শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে