প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৩ ২৩:৩৬
তালোড়া-দুপচাঁচিয়া ইজিবাইক চালক সমিতির কমিটি গঠন
সভাপতি আতোয়ার, সম্পাদক মানিক
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়া উপজেলার তালোড়া-দুপচাঁচিয়া ইজিবাইক চালক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৮জুলাই শুক্রবার বিকালে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে সমিতির সভাপতি ও উপজেলা সিএনজি শাখার সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেনের সভাতিত্বে ও ইজিবাইক চালক আব্দুল মান্নানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালোড়া পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালোড়া পৌর কাউন্সিলর সাবু প্রাং, উপজেলা সিএনজি মালিক সমিতির সভাপতি আলম সরদার, উপজেলা সিএনজি শাখার সভাপতি আব্দুল মজিদ, জেলা মোটরশ্রমিক ইউনিয়ন তালোড়া পৌর বিশ্রামাগার শাখার সাধারণ সম্পাদক রিপন প্রাং, ব্যবসায়ী ইউনুছ আলী, সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে আতোয়ার হোসেনকে পুনরায় সভাপতি, পল্টু আকন্দকে সহসভাপতি, মানিক সরদারকে সাধারণ সম্পাদক, রবি আহম্মদকে সহসাধারণ সম্পাদক, হারুনুর রশিদ হারুনকে সাংগঠনিক সম্পাদক, সিরাজুল ইসলাম টুকুকে পুনরায় কোষাধ্যক্ষ, সোহেল রানাকে প্রচার সম্পাদক ও আব্দুল হাকিমকে সড়ক সম্পাদক মনোনীত করে তালোড়া-দুপচাঁচিয়া ইজিবাইক চালক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন