প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৩ ২৩:৪১

গাবতলীতে হিন্দু গৃহবধূ ধর্ষিত থানায় মামলা

ধর্ষক গ্রেফতার
গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে হিন্দু গৃহবধূ ধর্ষিত 

থানায় মামলা

বগুড়ার গাবতলীতে শিশু সন্তানকে হত্যার হুমকি দিয়ে হিন্দু সম্প্রদায়ের গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। গত ২৭ শে জুলাই  রাত্রি অনুমান  সাড়ে বারো টায় উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমার পাড়া গ্রামে ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের  স্বামী বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। গত  ২৮ শে জুলাই শুক্রবার রাতে থানা পুলিশ ধর্ষককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমার পাড়া গ্রামের জহুরুল ইসলামে ছেলে সিএনজি চালক  নজরুল ইসলামের লোলুপ দৃষ্টি পড়ে পাশের বাড়ির হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধূর উপর। ওই গৃহবধূর স্বামী দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা এলাকায় একটি দই কারখানায় কাজ করেন।  তিনি মাসে ৩/৪ দিন বাড়িতে আসেন। এই সুযোগে গত ২৭ জুলাই বৃহস্পতিবার রাতে  সিএনজি চালক নজরুল গৃহবধূকে একা পেয়ে প্রথমে বাড়ির গেটের রশি কাটে। এরপর ঘরের দরজায় লাগানো লাঠি চাকুর মাথা দিয়ে খুলে ঘরের মধ্যে প্রবেশ করে। তারপর গৃহবধূর ঘরে ঢুকে শিশু সন্তানকে হত্যা হুমকি দিয়ে ধারালো অস্ত্রের  মুখে জিম্মি করে ধর্ষণ করে পালিয়ে যায় ।

ঘটনার পরদিন শুক্রবার (২৮ জুলাই) ধর্ষিতার স্বামী সংবাদ পেয়ে বাড়িতে ছুটে আসে। তিনি বাড়িতে এসে সেদিন রাতেই থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে  পুলিশ ধর্ষক নজরুলকে গ্রেফতার করে। গত শনিবার (২৯ জুলাই) পুলিশ  ধর্ষক নজরুলকে জেলহাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। ধর্ষক নজরুলকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গৃহবধূকে রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ধর্ষণের ঘটনায় মেডিকেল পরিক্ষা করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে