গোবিন্দগঞ্জে কুখ্যাত দাদন ব্যবসায়ী লাবলু গংদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চক্র বৃদ্ধি সুদে নিঃস্ব হচ্ছে শত-শত মানুষ। তার প্রতিবাদে গত শনিবার (২৯ জুলাই) বিকাল ৩ টায় কুখ্যাত দাদন ব্যবসায়ী লাবলু গংদের নির্যাতন, জুলুম বন্ধে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে গুমানীগঞ্জ ইউনিয়নের পারগয়রা বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ নাগরিক সমাজের আয়োজনে নাগরিক সমাজের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবুর সভাপতিত্বে ও নাগরিক সমাজের সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী হ্যাপী বেগম, ভুক্তভোগী সরফরাজ সহ অন্যান্য ভুক্তভোগী বৃন্দ। এ মানববন্ধনে সাংবাদিক মশিউর রহমান বাবু, সাংবাদিক শাহীন আলম, সাংবাদিক জোবাইদুর রহমান সাগর, সাংবাদিক ইঞ্জিনিয়ার রুপম আহাম্মেদ, সাংবাদিক ফরহাদ হোসেন ফিটুল,সাংবাদিক নাদিরা বেগম, সাংবাদিক এসএম সবুজ ফকির, সাংবাদিক আবু তারেক, সাংবাদিক মোহনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গুমানীগঞ্জ ইউনিয়নের পারগয়রা বাজার এলাকার কুখ্যাত দাদন ব্যবসায়ী লাবলু গংদের সন্ত্রাসী বাহিনী মদনতাইড় এলাকার আক্তারুলের কাছে ৪ লাখ টাকা সুদের উপর দিয়ে সুদসহ ৫ লাখ ১৫হাজার টাকা নেয়ার পরেও তার নিজস্ব বাহিনী দিয়ে জুলুম, নির্যাতন, বাড়ী ঘরে হামলা এমনকি জমা নেয়া চেকে ১৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলা দেওয়ায় ৩ মাস যাবৎ আক্তারুল জেলে হাজতবাস করছে। একই ভাবে ঘুঘা গ্রামের ফারুককে ১ লাখ টাকা সুদের উপর দিয়ে সুদ সহ ১ লাখ ১৫ হাজার নেয়ার পরও ৬০ লাখ টাকার মিথ্যা মামলা দিয়েছে। ফারুক নির্যাতন সইতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে এলাকার সহায়তা সু-চিকিৎসায় প্রাণে বেঁচে যায়। তার অত্যাচারে কয়েকজন প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং কয়েকজন ব্যবসায়ীর দোকানে তালা মেরে দোকান বন্ধ করে দিয়েছে। ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে থানা সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ ও স্মারকলিপি প্রদান করেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন