প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৩ ০০:০৩

বগুড়ায় মন্দিরা সাংস্কৃতিক পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় মন্দিরা সাংস্কৃতিক 
পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান

মন্দিরা সাংস্কৃতিক পরিষদ, বগুড়ার আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শিশির ভেজা সকাল দেব’ শিরোনামে স্বর্ণযুগের গান ও মৌলিক গান নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, বাংলার মুখ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান মুন। শব্দকথন সাহিত্য আসরে সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্দিরা সাংস্কৃতিক পরিষদ, বগুড়ার পরিচালক প্রভাষক আলমগীর কবির। অনুষ্ঠানে স্বর্ণযুগের গান ও মৌলিক গান পরিবেশন করে শিল্পীবৃন্দরা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে