দুপচাঁচিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা দুপচাঁচিয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ২আগস্ট বুধবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে টাইব্রেকারে উনাহত সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২গোলে দুপচাঁচিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে টাইব্রেকারে বোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩গোলে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ উপলক্ষে এক পুরস্কার বিতরনী সভা উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শরীফ আহম্মদ, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর আব্দুস সামাদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজাউল ইসলাম, শামীম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ। খেলায় ধারাভাষ্য প্রদান করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন। খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক হরেন্দ্রনাথ সরকার ও এমকে আলম। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বিদ্যালয় জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন