দুপচাঁচিয়ায় আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

দুপচাঁচিয়ায় এরিনা ফোন বিডি লিঃ ও ইনোভাজিওন টেকনোলজিস্ট এবং মেটালেক্স এর যৌথ উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প(২য় পর্যায়) এর আওতায় বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় শিক্ষকগণের আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স বিষয়ক ১০দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে বিডিএম আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ল্যাবে অধ্যক্ষ আব্দুর রউফের সভাপতিত্বে ও প্রশিক্ষক ইউসুফ আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার প্রকৌশলী সাদ্দাম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক সাদিকুর রহমান, রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী জাহিদ হাসান, বগুড়া জেলা প্রকল্প সমন্বয়কারী এনামুল হক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়। এ প্রশিক্ষণে উপজেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন