প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৩ ১১:১৬

দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় সংবাদ প্রকাশের পর সওজের জায়গার সীমানা নির্ধারণ

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় সংবাদ প্রকাশের পর সওজের জায়গার সীমানা নির্ধারণ

 "সরকারি জমিতে মার্কেট সাবেক অতিরিক্ত সচিবের" এই শিরোনামে দৈনিক চাঁদনী বাজার সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বগুড়া-নাটোর মহাসড়কে সওজের জায়গার সীমানা নির্ধারণ করে দিয়েছে বগুড়ার সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তারা। (১০ই আগষ্ট) বৃস্পতিবার বেলা ১২টায় বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে বগুড়া সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাহেদ হাসান শাকিল ও সার্ভেয়ার আজিজ আহমেদের সহযোগিতায় সড়ক ও জনপদ বিভাগের বাস-ট্রাক টার্মিনাল নির্মানের জন্য রক্ষিত ২৮ শতক জায়গা শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হাইয়ুল কাইয়ুম এর দখল থেকে উদ্ধার করে সীমানা পিলার দিয়ে নির্ধারণ করে দেওয়া হয়েছে। মাপজোকে দেখা গেছে যে, তিনি শুধু উল্লেখ্য বিল্ডিং'ই নয়, উক্ত জায়গা দখল করে তিনি কিছু অংশে ধান আবাদ করেছেন, কিছু অংশে ব্রয়লার (চাতাল) স্থাপন করেছেন, কিছু অংশে চাতালের ধান শুকানোর জন্য 'খোলা' নির্মান করেছেন, কিছু অংশে মাটি ঢেলে উচু করে মৌসুমি আবাদের ভিটা করেছেন এবং কিছু অংশে কলার বাগান করেছেন। সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাহেদ হাসান শাকিল সাংবাদিকদের জানান, সাবেক অতিরিক্ত সচিব জনাব হাইয়ুল কাইয়ুম সাহেবের দখল থেকে সওজের জায়গা উদ্ধার করে সীমানা পিলার পুঁতে দেওয়া হয়েছে। সেই সাথে এই জায়গায় নির্মিত স্থাপনা সরিয়ে এবং ভেঙে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তিনি নিজে ভেঙে না নিলে সওজ যথাসময়ে স্থাপনা গুড়িয়ে দিবে। উল্লেখ্য, গত ৭ ও ৮ই আগষ্ট জাতীয়, স্থানীয় সহ বিভিন্ন গনমাধ্যমে "সরকারি জমিতে মার্কেট সাবেক অতিরিক্ত সচিবের" শিরোনামে সংবাদ প্রকাশের পর দখলমুক্ত হলো সওজের জায়গা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে