প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৩ ২৩:১৫

নামুজায় ২০ দিনের ব্যবধানে ২জন খুন

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
নামুজায় ২০ দিনের ব্যবধানে
২জন খুন

বগুড়া সদরের নামুজা শাহাপাড়া গ্রামে গরু ব্যাবসায়ী রাজ্জাক ও আবদিন, ২০ দিনের ব্যবধানে ২জন খুন; জনমনে দেখা দিয়েছে নানা শ্রশ্ন?।
অনুসন্ধানে জানা যায়, নামুজা ইউনিয়নের শাহাপাড়া গ্রামের গরু ব্যাবসায়ী আব্দুর রাজ্জাক (৫২)। গত ১০ মে/’২৩ তারিখ রাতে নিজ বাড়ীর পাশের্^ রাস্তায় গায়ে ক্ষত রক্তমাখা গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে। চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে ২০ দিনের মাথায় একই গ্রামের প্রতিবেশি মোঃ আবদিন (৫৫)। গত ০১ জুন/’২৩ তারিখ সকালে শাহাপাড়ার মাঠে ভুট্টা ক্ষেতের জমির পাশের্^ বোকন গাছের সঙ্গে গলায় গামছা পেঁচানো ও মুখে বোকন গাছের পাতা ভরানো অবস্থায় তার লাশ বগুড়া সদর থানার পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় আবদিন এর ভাই বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা করেন। অপরদিকে গরু ব্যাবসায়ী আব্দুর রাজ্জাক খুনের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই জাহিদ দফায় দফায় বেশকিছু লোকদের জিজ্ঞাসা করেও কোন আসামি আটক করতে পারেনি।
সবমিলিয়ে প্রায় ৩মাস অতিবাহিত হলেও গরু ব্যবসায়ী আঃ রাজ্জাক হত্যা মামলার কোন রহস্য উদঘাটন হয়নি। এতে করে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন?। গরু ব্যবসায়ী আঃ রাজ্জাক হত্যা মামলার অগ্রগতি বিষয়ে ১২ আগস্ট, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদ এর নিকট জানতে চাইলে, তিনি জানান, আঃ রাজ্জাক হত্যা মামলার আসামি আটক করতে পুলিশ তৎপর আছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে