প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৩ ২৩:১৫

দুপচাঁচিয়ায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
দুপচাঁচিয়ায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে রাফি নামের নয় বছরের এক শারীরিক প্রতিবন্ধী(এক হাত অকেজো) শিশুর মৃত্যু হয়েছে। গত ১২আগস্ট শনিবার সন্ধ্যায় উপজেলার গুনাহার ইউনিয়নের মেরাই গ্রামে এ ঘটনাটি ঘটে। লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, রাফির মা নাজমা বেগম এর সাথে রাফির বাবা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেলোহালী গ্রামের রায়হানের সঙ্গে সাত বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের পরে রাফি মায়ের সঙ্গে নানার বাড়ি মেরাই গ্রামে থাকতো। পরে নাজমা বেগমের অন্যত্র বিয়ে হলে তিনি ঢাকায় অবস্থান করেন। রাফিকে তার নানা-নানী দেখাশোনা করতেন। ঘটনারদিন সন্ধ্যার আগে শারাবান তহুরা নামের ৪বছরের আরেক শিশুর সঙ্গে বাড়ির পাশে পুকুর ধারে খেলতে থাকার কোনো এক সময়ে রাফি পানিতে পড়ে যায়। শারাবান বিষয়টি বাড়িতে গিয়ে ইশারাইঙ্গিতে জানালে পুকুরের পানিতে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাফিকে খুঁজে পেয়ে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ বলেন, পানিতে ডুবে রাফির মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
 
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
উপরে