প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৩ ১২:৫৮

ঢাকায় ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস পালিত

ডেস্ক রিপোর্ট:
ঢাকায় ভারতের ৭৭ তম
স্বাধীনতা দিবস পালিত

ঢাকায় ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ভারতীয় হাই কমিশনের চ্যান্সারি প্রাঙ্গণে মঙ্গলবার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

এই বছর স্বাধীনতা দিবস উদযাপনে ভারতের স্বাধীনতার ৭৬ তম বছরকে চিহ্নিত করে এবং ‘আজাদি কা অমৃত’ মহোৎসবের চলমান উদযাপনের অংশ হিসেবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি জাতির উদ্দেশ্যে ভারতের মহামান্য রাষ্ট্রপতির ভাষণের কিছু অংশ পড়ে শোনান।
আইজিসিসি শিক্ষকবৃন্দের নেতৃত্বে ভারতীয় সম্প্রদায়ের একদল সদস্য জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। 
পুরো অনুষ্ঠানজুড়ে ভারতীয় সম্প্রদায় থেকে বিপুল সংখ্যক সদস্যের অত্যন্ত উৎসাহী অংশগ্রহণ লক্ষ্য করা যায়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে