প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৩ ২৩:৪৫

শেরপুরে বিআরবি কেবলস্ শো-রুমে দুর্ধর্ষ চুরি

শেরপুর(বগুড়া)প্রতিনিধি-
শেরপুরে বিআরবি কেবলস্ শো-রুমে দুর্ধর্ষ চুরি

বগুড়ার শেরপুর শহরের ধুনট মোড় এলাকায় বিআরবি কেবলস্ শো-রুমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৪ আগষ্ট) গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা শো-রুমের তালা ভেঙ্গে বৈদ্যুতিক তারসহ মুল্যবান জিনিসপত্র চুরি করে গাড়ী যোগে নিয়ে যায়।

শো-রুমের ম্যানেজার মীর সাদিকুল হাসিব জানান, রাত ৪টার দিকে হেড অফিস থেকে ফোন পেয়ে শো-রুমে আসি। এসে দেখি শো-রুমের প্রধান দরজা ও তালা কাটা। পরে সিসি ক্যামেরায় দেখতে পাই দুর্বৃত্তরা রাত ১টা খেকে ৪টার মধ্যে  শো-রুমে প্রবেশ করে বিআরবি তারের কয়েল ও অন্যান্য সামগ্রী নিয়ে গেছে। যার মুল্য আনুমানিক প্রায় ২০ লাখ টাকা হবে বলে জানান তিনি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, খবর পেয়ে ভোরেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এর সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে