প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৩ ২৩:৪৮

নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নের দুই সড়কের কার্পেটিং কাজ সম্পন্ন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নের দুই সড়কের কার্পেটিং কাজ সম্পন্ন

বগুড়ার নন্দীগ্রামে ভাটরা-নাগড়া-খরনা নতুন সড়ক এবং কুমিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়কের কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী ও তার দপ্তরের কর্মকর্তাদের সরেজমিন পর্যবেক্ষণে গতকাল বৃহস্পতিবার উপজেলার ভাটরা ইউনিয়নের দুটি সড়কের উন্নয়নকাজ শেষ হয়। জানা গেছে, রাজশাহী বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ভাটরা-নাগড়া-খরনা ১ কিলো ৫০০ মিটার গ্রামীণ সড়কটি এলজিইডি বগুড়া থেকে ২০২১-২০২২ অর্থবছরে টেন্ডারের মাধ্যমে কাজ পায় মেসার্স শিমুল এন্টারপ্রাইজ। সড়ক নির্মাণে চুক্তি হয় ১ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৫০৯ টাকা। এছাড়া কুমিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগের ৪২৬ মিটার সড়কের কার্পেটিং কাজ শেষ হয়েছে। ৩৪ লাখ ২ হাজার ৩২ টাকা চুক্তিতে উন্নয়ন কাজ করে মেসার্স রাজ কনস্ট্রাকশন। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ বলেন, ভাটরা-নাগড়া-খরনা নতুন সড়ক এবং কুমিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়কের কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়েছে ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে