প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৩ ২০:৫৪

দুপচাঁচিয়ায় ২হাজার ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় ২হাজার ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২হাজার ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন দুপচাঁচিয়া পৌর এলাকার জয়পুরপাড়া মহল্লার মৃত আব্দুল খানের ছেলে মাদক ব্যবসায়ী মান্নান খান(৫২) ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তা(৩৮)। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ঘটনারদিন রাতে তাদের নিজ বাড়ি হতে গেপ্তার করা হয়। সেই সঙ্গে তাদের বাড়িতে থাকা ২হাজার ৫০পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। একটি মামলায় মান্নানের আদালত এক বছরের কারাদন্ড দিয়েছিলেন। সেই মামলায় তিনি আপীল করে জামিনে রয়েছেন। ২৬আগস্ট রোববার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে