প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৩ ২০:৫৫
দুপচাঁচিয়ায় ৬ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর মহল্লায় ৬বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। গত ২৬আগস্ট শনিবার দুপুরে পৌর এলাকার জয়পুরপাড়া মহল্লার কবরস্থানের জঙ্গলে পুকুরের মাছ দেয়ার প্রলোভন দেখিয়ে এ বলাৎকারের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একই মহল্লার বকুল হোসেন প্রাং এর ছেলে সাকিব প্রাং(১৭)কে গ্রেপ্তার করেছে। শিশুটি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, শনিবার রাতে মামলা গ্রহণ করে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাকিবকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন