শিবগঞ্জে শান্তিপূর্ণভাবে আলিম পরীক্ষা শুরু

বগুড়ার শিবগঞ্জ ফাযিল ডিগ্রী মাদ্রাসার কেন্দ্রে উপজেলার ১২টি আলিম মাদ্রাসার পরীক্ষার্থীরা অংশগ্রহন করে। মাদ্রাসা গুলি হলো শিবগঞ্জ ফাযিল ডিগ্রী মাদ্রাসা, নান্দুড়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা, দাড়িদহ আমেনিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা, মহাস্থান ফাযিল ডিগ্রী মাদ্রাসা, আলিয়ারহাট ফাযিল ডিগ্রী মাদ্রাসা,হরিপুর চলনাকাঁথী আলিম মাদ্রাসা, আলাদীপুর আলিম মাদ্রাসা, দেউলী আলিম মাদ্রাসা, কুড়াহার আলিম মাদ্রাসা, চকপাড়া আলিম মাদ্রাসা, আলিগ্রাম আলিম মাদ্রাসা মোট পরীক্ষার্থী ৩৩১ জন। ১ম দিনের ইংরেজি পরীক্ষায় অংশ গ্রহণ করেন ৩২১ জন, অনুপস্থিত ১০ জন, বহিস্কার নাই। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবে রফিক, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মামুনুর রশিদ, পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রটি পরিদর্শন করেন শিবগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বহী অফিসার মোঃ তাসনিমুজ্জামান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন