প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৩ ২৩:৪০

গাবতলীতে জমি দলিলের কথা বলে অর্থ আত্মসাত

প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

গাবতলীতে জমি দলিলের 
কথা বলে অর্থ আত্মসাত

বগুড়ার গাবতলীতে ৫শতক জমি দলিল করে দেয়ার কথা বলে ১লক্ষ ১০হাজার টাকা আত্মসাতের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ডিহিডওর গ্রামে এই ঘটনা ঘটে। 
অভিযোগসূত্রে জানা গেছে, উল্লেখিত ডিহিডওর গ্রামের আফজাল প্রামানিকের ছেলে ছানা প্রামানিক (৫৮) ২০২২সালের ১লা সেপ্টেম্বর একই গ্রামের মৃত খেরু প্রামানিকের ছেলে আমজাদ প্রামানিকের (৬১) কাছ থেকে দেড়শ টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে লিখিত করে ১লক্ষ ১০হাজার টাকায় ৫শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। কিন্তু জমি বিক্রেতা আমজাদ প্রাং ওই ৫শতক জমি সাব রেজিষ্টার অফিসে গিয়ে দলিল করে দিতে এখন নানা টালবাহানা করছেন। এরই এক পর্যায়ে গত ২০আগষ্ট সকালে ৫শতক জমি দলিল করে দিতে বললে আমজাদ প্রাং জমির ক্রেতা ছানা প্রামানিককে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ছানা প্রামানিক বাদী হয়ে ডিহিডওর গ্রামের আমজাদ প্রাং, সাফি আকতার, মর্জিনা আকতার ও বুলবুল ইসলামকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে থানার কর্তব্যরত ডিউটি অফিসার এ এসআই ইউসুফ আলী জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমরা হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে