নন্দীগ্রামে বেকার যুবকদের সাথে পৌরসভা মেয়রের মতবিনিময়

বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার ঘরে ঘরে চাকরি দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন ব্যাপারে বেকার যুবক ও যুবতীদের সঙ্গে পৌরসভা মেয়রের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। কারিগরি প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী হওয়ার জন্য উদ্যোগ সম্পর্কে যুবক-যুবতীদের অবহিত করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র্র (বিটাক) কর্তৃক আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচন ফেজ-২ প্রকল্পে অংশগ্রহণ করার উৎসাহ দিতে এবং বিনা খরচে হাতে কলমে প্রশিক্ষণ প্রদানসহ শিল্প কারখানায় চাকরি প্রদান শীর্ষক মতবিনিময় সভায় পৌর এলাকার ১৮ বছর থেকে ৩০ বছর বয়সী ৮ম শ্রেণি ও সমমান পাশের দুই শতাধিক যুবক-যুবতী উপস্থিত হয়। বুধবার দুপুরে পৌরসভা মেয়রের কক্ষে মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, প্যানেল মেয়র সাইফুল ইসলাম, কাউন্সিলর আবু সাইদ মিলন, খোরশেদ আলম, নুরনাহার মিষ্টি, সাইদুল ইসলাম মিলন, আখতারুজ্জমান উজ্জল, রফিকুল ইসলাম অপু, সেলিনা বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন