আদমদীঘিতে প্রচন্ড রোদের মধ্যে খেতে সার দিতে গিয়ে কৃষকের মৃত্যু
বগুড়ার আদমদীঘিতে ভাদ্রের প্রচন্ড রোদের মধ্যে আমন খেতে সার দিতে গিয়ে গরমে ছালামত আলী (৬৫) নামের এক কৃষক মারা গেছেন । ছালামত আলীর বাড়ী উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে । বুধবার বিকেলে গ্রামবাসি মৃত অবস্থায় ফসলের খেত থেকে তাঁর লাশ উদ্ধার করে ।
গ্রামবাসি ও পারিবারিক সূত্রে জানা গেছে, কৃষক ছালামত আলী বুধবার সকালে একবার তার আমন খেতে সার দিয়ে আসেন । দুপুরে আবারো সে অন্য জমিতে সার দিতে চাইলে পরিবারের পক্ষ থেকে তাঁকে প্রচন্ড গরমের মধ্যে সার দিতে বারন করে । কিন্তু কৃষক ছালামত আলী পরিবারের সদস্যদের কথা না শুনে জমিতে আবারো সার দিতে যায় । দীর্ঘ সময়ে সে বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খুঁজতে মাঠে যায়। সন্ধার কিছু আগে পরিবারের লোকজন ছালামতকে মৃত অবস্থায় তার জমিতে দেখতে দেখতে পায় । পরে গ্রামবাসি তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে । ওই গ্রামের ইউপি সদস্য নাজিম উদ্দীন ছালামতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষক ছালামত আগে থেকেই শারিরীক ভাবে অসুস্থ ছিলেন । প্রচন্ড গরমের মধ্যে সার দিতে গিয়ে তার মৃত্যু হয় ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
