প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৩ ২২:১৩

আদমদীঘিতে প্রচন্ড রোদের মধ্যে খেতে সার দিতে গিয়ে কৃষকের মৃত্যু

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ
আদমদীঘিতে প্রচন্ড রোদের মধ্যে খেতে সার দিতে গিয়ে কৃষকের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে ভাদ্রের প্রচন্ড রোদের মধ্যে আমন খেতে সার দিতে গিয়ে গরমে ছালামত আলী (৬৫) নামের এক কৃষক মারা গেছেন । ছালামত আলীর বাড়ী উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে । বুধবার বিকেলে গ্রামবাসি মৃত অবস্থায় ফসলের খেত থেকে তাঁর লাশ উদ্ধার করে ।
গ্রামবাসি ও পারিবারিক সূত্রে জানা গেছে, কৃষক ছালামত আলী বুধবার সকালে একবার তার আমন খেতে সার দিয়ে আসেন । দুপুরে আবারো সে অন্য জমিতে সার দিতে চাইলে পরিবারের পক্ষ থেকে তাঁকে প্রচন্ড গরমের মধ্যে সার দিতে বারন করে । কিন্তু কৃষক ছালামত আলী পরিবারের সদস্যদের কথা না শুনে জমিতে আবারো সার দিতে যায় । দীর্ঘ সময়ে সে বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খুঁজতে মাঠে যায়। সন্ধার কিছু আগে পরিবারের লোকজন ছালামতকে মৃত অবস্থায় তার জমিতে দেখতে দেখতে পায় । পরে গ্রামবাসি তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে । ওই গ্রামের ইউপি সদস্য নাজিম উদ্দীন ছালামতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষক ছালামত আগে থেকেই শারিরীক ভাবে অসুস্থ ছিলেন । প্রচন্ড গরমের মধ্যে সার দিতে গিয়ে তার মৃত্যু হয় ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে