বগুড়ায় ব্যবসায়ীর হাতের কবজি ও পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করলো দুবৃর্ত্তরা

পূর্বশত্রুতার জেরে বগুড়ার সদরে আশিক সরকার (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে এক হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। ওই ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়েছেন স্বজনেরা।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার এরুলিয়া বানদিঘী এলাকার মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও কোনো মামলা বা অভিযোগ করেনি আহতের পরিবার।
আশিক সরকার উপজেলার এরুলিয়া বানদিঘী এলাকার তোজাম্মেল হক তোতার ছেলে। তিনি বাড়িঘর নির্মাণের সাব-ঠিকাদারির কাজ করতেন।
আশিকের বড় ভাই লালন সরকার বলেন, ‘গতকাল রাতে আমার ভাই মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল। পথে সাতজন এসে তাকে আটকিয়ে দা-ছুরি দিয়ে হামলা করে। তার হাতের কব্জি আর পায়ের গোড়ালি কেটে নিয়েছে। আমার ভাই কয়েকজনকে চিনতে পেরেছে। এরা আমাদের এলাকার।’
পরে তাকে আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা খারাপ হলে সেখান থেকে রাত ১২টার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে নেয়া হয়েছে। সেখানে তাকে রক্ত দেয়া হচ্ছে। এখনও কোনো চিকিৎসা শুরু হয়নি।
এ বিষয়ে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান বলেন, কি কারণে হামলা তা এখনও জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা হয়েছে। আহত ব্যক্তি পুলিশের কাছে কয়েকজনের নাম বলেছে। অভিযুক্তরা গ্রেপ্তার হলে মূল কারণ জানা যাবে। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন