নন্দীগ্রামে অজ্ঞাত নামা সেই লাশের পরিচয় মিলেছে
বগুড়ার নন্দীগ্রামে ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের ২৪ ঘন্টা পর পরিচয় মিলেছে সেই যুবকের । ওই ব্যক্তির নাম মুকুল হোসেন (৩৮)। স্ত্রীসহ পরিবারের লোকজন তার মরদেহ শনাক্ত করেছে বলে জানিয়েছে নন্দীগ্রাম থানা পুলিশ। জানা গেছে নিহত মুকুল শাজাহানপুর উপজেলার খাদাশ উলাল পুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। শেরপুর উপজেলার বাঘমারা এলাকায় শশুর বাড়িতে থাকতেন মুকুল । ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। শুক্রবার (১৫সেপ্টেম্বর) দুপুরে বগুড়া জেলার শেরপুর উপজেলা থেকে ইজিবাইকসহ নিখোঁজ হন মুকুল। পরদিন শনিবার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা থেকে কল্যাণনগর রাস্তারধারে ঠাকুরান পুকুর এলাকার ধানক্ষেতের পানিতে ইজিবাইক চালক মুকুলের লাশ ওপর হয়ে পড়ে থাকা দেখা অবস্থায় স্থানীয়রা পুলিশে খবর দিলে সেখান থেকে মুকুলের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। (১৭সেপ্টেম্বর) রোববার তার মরদেহ শনাক্ত করেন স্ত্রী ও স্বজনরা। লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি মামলা) হয়েছে। নন্দীগ্রাম থানার ওসি মো: আনোয়ার হোসেন জানান, ময়নাতদন্তের রিপোর্ট না আশা প্রর্যন্ত মৃত্যুর কারন জানা যাচ্ছেনা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি, তদন্ত চলছে। শুক্রবার দুপুরে শেরপুরের বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন মুকুল। পরদিন নন্দীগ্রামে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইজিবাইকটি পাওয়া যায়নি। সে কি কারণে বা কিভাবে এখানে এসেছে এবং তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন