নানা আয়োজনে বগুড়ায় রিয়েল এসএস’র ফেব্রিকেটরস সম্মেলন
নানা আয়োজনের মধ্যদিয়ে তিন জেলা নিয়ে বগুড়ায় রিয়েল এসএস আয়োজিত ফেব্রিকেটরস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে শহরের দত্তবাড়ী তন্ময় কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন রিয়েল এসএস ওএমসি ষ্টিল লিমিটেডের ভাইস চেয়ারম্যান মাসুম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান মান্নান, পরিচালক তানজির ইসলাম, জেনারেল ম্যানেজার কাজল চন্দ্র সরকার, সিনিয়র ম্যানেজার মোস্তাফিজুর রহমান।
এছাড়াও আরো বক্তব্য রাখেন ষ্টীল মার্ট বগুড়ার ডিলার নির্মল রায়, বগুড়া জননী থাই এ্যালুমিনয়ামের উজ্জ্বল, মজিদ ষ্টীলের জাহাঙ্গীর আলম, কাসেম ইঞ্জিনিয়ারিং নোয়াখালীর আবুল কাসেম, ইয়ামিন এসএস মেটাল নোয়াখালীর মো. আব্দুল হান্নান, আবির ইঞ্জিনিয়ারিং কুষ্টিয়ার আরিফুল ইসলাম, কুমিল্লার জাহাঙ্গীর আলম, দিনাজপুরের আরিফুল ইসলাম, রংপুরের মুনতাছির মামুন, নাটোরের তারেক মাহমুদ, দিনাজপুরের হাবিবুর রহমান, নওগাঁর মুস্তাফিজুর রহমান ও জয়পুরহাটের রাসেল আহম্মেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রিয়েল এসএস অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। পন্যের গুনগতমান অক্ষুন্ন রেখে ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন নতুন আঙ্গিকে রিয়েল এসএস এর পন্য গ্রাহকদের নজর কেড়েছে।
বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলা নিয়ে ফেব্রিকেটরস সম্মেলন শেষে র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন