প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ২১:০৫

বগুড়ায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় মাদ্রাসা ছাত্রীর
ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া সদরে শেফা আক্তার (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার গোদারপাড়া তা'লীমুল কুরআন মহিলা মাদ্রাসার স্টোররুম থেকে এই মরদেহ উদ্ধার হয়।

শেফা আক্তার বগুড়ার দুপচাঁচিয়ার পোথাটি গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। তা’লীমুল কুরআন মহিলা মাদ্রাসায় চার বছর ধরে পড়ালেখা করতো।

এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দীন।

তিনি জানান, শেফা মাদ্রাসার হেফজ বিভাগে পড়তো। সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ স্টোররুমে গলায় রশি পেঁচানো তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সুরহতালে শেফার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।
পরিদর্শক ফইম উদ্দিন বলেন,  ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত চলমান আছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে