প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২৩ ২৩:৫৬

ধুনট সরকারি কলেজের সহকারী অধ্যাপক রঞ্জুর ইন্তেকাল

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনট সরকারি কলেজের সহকারী 
অধ্যাপক রঞ্জুর ইন্তেকাল

বগুড়ার ধুনট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফজলুল হক রঞ্জু (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহে....রাজিউন)। মঙ্গলবার (০৩ অক্টোবর) রাত ২টার দিকে বগুড়ার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ মাগরিব তার নিজ জন্মভূমি এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। 

ধুনট সরকারি কলেজের প্রভাষক এসএম আরিফ বিল্লাহ এতথ্য নিশ্চিত করে জানান, নিজ বাড়িতে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি তার জীবদ্দশায় কলেজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছে। কলেজটি জাতীয় করণেও তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন। তার অকাল মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

এদিকে সহকারী অধ্যাপক ফজলুল হক রঞ্জুর অকাল মৃত্যুতে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, ধুনট ইউএনও আশিক খান, ধুনট সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, পৌর মেয়র এজিএম বাদশাহ, ধুনট সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, প্রভাষক কামরুজ্জামান, প্রভাষক হাফিজুর রহমান, প্রভাষক আরিফ বিল্লাহ, প্রভাষক হাদিউজ্জামান প্রমূখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে