প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২৩ ০০:১৪

বগুড়ায় আদালতে স্বীকারোক্তি দিলেন সাগর হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামীরা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় আদালতে স্বীকারোক্তি দিলেন
সাগর হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলার জামাদার পুকুরে আলোচিত সাগর ইসলাম হত্যা মামলায় জবানবন্দি দিয়েছেন তিন আসামি। জেলার শাজাহানপুর আমলী আদালতে বিচারক সুমাইয়া সিদ্দিকার কাছে এ হত্যার দায় স্বীকার করেন তারা।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বগুড়ার কার্যালয়ের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নাজমুল হক।

আসামিরা হলেন, উপজেলার খাদাস পশ্চিমপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে মো. আবু মুছা (৩৮), আজিজার রহমানের ছেলে মো. কালাম ও খাদাস আলুবাড়ী গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মো. বাবলু হোসেন।
গতকাল সোমবার গ্রেপ্তার তিনজনের মধ্যে বাবুল ও কালাম জবানবন্দি দেন। এর আগের দিন অর্থাৎ রোববার জবানবন্দি দেন আবু মুছা।

পুলিশ জানায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার খাদাস পশ্চিমপাড়া গ্রামের মো. সাগর ইসলামকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পিবিআই। এর আগে গত ২৯  সেপ্টেম্বর ওই গ্রামের একটি ডোবা থেকে সাগরের লাশ উদ্ধার করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে