প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২৩ ২২:০১

গোবিন্দগঞ্জে সাবেক এমপির মতবিনিময় সভায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে জনতার ঢল

ষ্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জে সাবেক এমপির মতবিনিময় সভায়
ঝড় বৃষ্টি উপেক্ষা করে জনতার ঢল

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীর তালিকায় বেশ শক্ত অবস্থানে থাকা গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের মতবিনিময় সভায় জনতার ঢল নেমেছে।

বৈরী আবহাওয়া সত্বেও তার আহবানে সাড়া দিয়ে নানা বয়সী হাজার হাজার নারী-পুরুষ ছাতা, গামছা মাথায় দিয়ে দলে দলে যোগ দিয়েছেন প্রাক-নির্বাচনী এ প্রচারনায়।
মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ওই জনসভা অনুষ্ঠিত হয় গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে।
টানা ৪ বারের মেয়াদে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফিরোজ কবির ববির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোল্লা সঞ্চালনায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র  উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক  শাহিন আকন্দ, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউপির চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জীবন মন্ডল সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় বৃষ্টিকে অপেক্ষা করে স্থানীয় জনসাধারণ জনতার নেতার মূল্যবান বক্তব্য শুনেন। এ সময়ে স্থানীয় জনগণ বলে অধ্যক্ষ আবুল কালাম আজাদ সুখে-দুখে এবং প্রত্যেকটি মুহূর্তেই তাকে আমরা আমাদের কাছে পাই ,তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করবো তাকে যেন নৌকার মনোনয়ন দিয়ে আমাদের মাঝে পাঠিয়ে দেয়।
জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে তথা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন এবং সারা বাংলাদেশে একযোগে চলমান মেগা উন্নয়ন তুলে ধরে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনবার প্রয়োজনীয়তা উল্লেখ করে গণমানুষের সরকার জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য নৌকা মার্কার ভোট চান সাবেক সাংসদ জননেতা আবুল কালাম আজাদ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে