প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২৩ ২২:৩৩

বগুড়ার শাজাহানপুরে বাড়ী নিয়ে বিরোধ

থানায় অভিযোগ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে বাড়ী নিয়ে
 বিরোধ

বাড়ী সংক্রান্ত বিরোধের জের ধরে বগুড়ার শাজাহানপুরে মা,বাবা ও ছেলেকে ভয়ভীতি এবং প্রাণ নাশের হুমকি।  শাজাহানপুর থানায় মোঃ আঃ রাজ্জাক লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি সাংবাদিকদের নিকট জানান

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রামে একাধিক বার শালিশ-বৈঠক করে কোন সুরাহা মিলে নাই।বাধ্য হয়ে থানায় অভিযোগ করলেন।

অভিযোগ ও পারিবারিক সুত্রে জানাগেছে উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত আবু তালেবের পুত্র নূর আলম সরদার ও তার ১ বোন জুলেখা বেগম এবং ৩ ভাইয়ের নিকট থেকে বাদী আঃ রাজ্জাক ১৩ বছর পূর্বে বাড়ী ক্রয় করে।এই বাড়ী ক্রয় করার পর থেকেই বিবাদীগন বাদীকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতেছে।
বাদীর বাড়ীর পূর্ব ও উত্তর পার্শ্বে দুইটি রাস্তা তার নিজের জমির উপর দিয়া করা হইয়াছে যাহা গ্রামের সকল মানুষ ও বিবাদীগন সেখান দিয়ে যাতআত করে।
রাস্তা থাকা সর্তেও দক্ষিন পার্শ্বে বাদীর জমির উপর দিয়ে বিবাদীগন জেরপূর্বক রাস্তা বানানোর জন্য  প্রায়ই ঝগড়া বিবাদ করিয়া থাকে।এনিয়ে একাধিকবার চেয়ারম্যান,মেম্বর ও গ্রাম্য মাতব্বরেরা শালিশ বৈঠক করেছে।বিবাদী কোনটাই মানেন না।
বিবাদীর ঘর ও বাদীর মাটির ঘরের দেওয়াল একত্র হওয়ায় বিবাদী হিংসা করে দেওয়ালে প্রায় দিনই সাবমারসিবলের পানি দিয়ে দেওয়ালটি নরম করে ধংস করে।
 
এমতাবস্থায় গত ৫ই আগষ্ট সকাল ১০.৪৫ টার সময় বাদী ও তার ছেলে মাটির দেওয়ালের ছিদ্র বন্ধ করার জন্য কাজ করতে থাকে বিবাদীগণ তাহা দেখিয়া ক্ষিপ্ত হয়ে বাদী তার ছেলেকে অকত্য ভাষায় গালিগালাজ করে এবং  মারমুখী হয়ে ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দেয়।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে