প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২৩ ২২:৩৬

শাজাহানপুরে আশ্রয়নে পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুরে আশ্রয়নে পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা আশ্রয়ন প্রকল্পের পানিবন্দী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে এসব ত্রাণ দেওয়া হয়। 
শনিবার সকালে উপজেলার চাঁদবাড়িয়া আড়িয়া ইউনিয়নের মানিকদিপা আশ্রয়ণ প্রকল্পের পানিবন্দী ২২টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ও ইউপি সদস্য আব্দুল বাছেদ প্রমুখ। 

উল্লেখ্য, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা প্রকল্পের অর্থায়নে ২০২০ সালে মুজিব বর্ষে  আশ্রয়ন প্রকল্পে ২ আওতায় প্রথম পযার্য়ে উপজেলা আড়িয়া ইউনিয়নে মানিকদিপা নিচু ও জলাবদ্ধ জমি নির্বাচন করে ১৫ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে গৃহহীন ৯টি পরিবারের জন্য দুই ঘরবিশিষ্ট  এ সব ঘর তৈরি করেন  উপজেলা সাবেক ইউএনও মাহমুদা পারভীন। 

নিচু ও জলাবদ্ধ জমিতে এসব গৃহ নির্মাণে প্রতিবাদ হয়েছিল তখন-ই’ আমলে নেয়নি সাবেক ইউএনও মাহমুদা পারভীন।

স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধি  নিচু ও জলাবদ্ধ জমিতে প্রধানমন্ত্রী উপহার ঘর তৈরি নিষেধ করলেও  ইউএনও তার ক্ষমতাবলে তুলনামূলক নিচু জায়গাতেই ঘর নির্মাণ করে যান। 

স্থানীয় বাসিন্দা হেলেনা খাতুন বলেন,ইউএনও মাহমুদা পারভীন ঘর নির্মাণের অদুরদর্শিতা ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে  প্রধানমন্ত্রীর প্রকল্পের সুনাম নষ্ট করেছেন।তিনি আমাদের মত অসহায় মানুষের চিন্তা করেন নি, তিনি চিন্তা করেছেন শুধু দায় মুক্তির।

আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান জানান, এর আগের জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) আসিফ আহমেদ স্যারের সময়ে তার ঐকান্তিক প্রচেষ্টায় জলাবদ্ধতা নিরশনের ব্যবস্থা করেছিলেন।আসিফ স্যার নিজে রাত-দিন আশ্রয়ন প্রকল্প উপস্থিত থেকে জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখতেন। এ বছর বৃষ্টি বেশি হওয়ায় প্রকল্পের ঘরে আবার পানি উঠছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে