প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২৩ ২২:৩৮

নন্দীগ্রামে গত তিনদিনের টানা বৃষ্টিতে হাঁটুপানি, দুই হাজার মানুষ পানিবন্দি

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:
নন্দীগ্রামে গত তিনদিনের টানা বৃষ্টিতে হাঁটুপানি, দুই হাজার মানুষ পানিবন্দি

বগুড়ার নন্দীগ্রামে কয়েকদিনের টানা বৃষ্টিতে বেশ কয়েকটি ইউনিয়নে প্রায় ২হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বসতবাড়িতে হাঁটুপানি জমে থাকায় এই উপজেলায় ভেঙ্গে পড়েছে কয়েকটি ঘর। নষ্ট হয়েছে শতাধিক কাঁচা বাড়ি। এদিকে নাগর নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে পানি নেমে আসায় ওই এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় শতাধিক পরিবার। পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে গত তিনদিনের টানা বৃষ্টির কারণে প্রায় ২হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি জমে থাকার ফলে প্রায় শতাধিক কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে যত্রতত্র ভাবে পুকুর খনন করে পানি নিস্কাসনের রাস্তা বন্দ করার ফলে অতি বৃষ্টি হওয়ায় পানি বের হতে না পাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এতে করে পানিবন্দি হয়ে পড়েছে ২হাজার মানুষ। নন্দীগ্রাম সদর ইউনিয়নে ২শ, ভাটরা ই্উনিয়নে ৩শ থালতা মাঝগ্রাম ইউনিয়নে ৩শ, ভাটগ্রাম ইউনিয়নে ১হাজার, ও বুড়ইল ইউনিয়নে ২শ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এবিষয়ে বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান, জিয়াউর রহমান জানান, তার ইউনিয়নে পানি নিস্কাসন না হওয়ার কারনে প্রায় ২শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে, ও ১০টি পরিবারের কাঁচা ঘর পড়ে গেছে। অপর দিকে ভাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি জানান, যত্রতত্র পুকুর খনন করায় পানি যাওয়ার রাস্তা গুলো বন্দ হয়ে গেছে যার ফলে ইউনিয়নের প্রায় ১হাজার গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং নষ্ট হয়ে গেছে অনেক কাঁচা ঘর ভেঙ্গে পড়েছে অনেক বাড়ি ফলে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে